শৈলকুপায় ট্রলির ধাক্কায় শিশু নিহত

0
214

বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের ছাইভাঙ্গা গ্রামে মাটি টানা ট্রলির ধাক্কায় সিয়াম হোসেন (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার বিকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম ওই গ্রামের আলম হোসেনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে শিশুর চাচা আলী হোসেন। স্থানীয়রা জানায়, বিকেলে চাচা আলী হোসেন শিশু সিয়ামকে কোলে নিয়ে বাড়ির পাশের রাস্তায় বসে ছিল। এসময় একটি মাটি টানা ট্রাক্টর ট্রলি আলী হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তায় ছিটকে শিশু সিয়াম ও তার চাচা আলী হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক শান্তা আহম্মেদ জানান, সিয়াম ও আলী হোসেনকে হাসপাতালে একসাথে আনা হয়েছে। সিয়াম হাসপাতালে আসার আগেই মারা গেছে। আলী হোসেনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ শুনে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

Comment using Facebook