স্টাফ রিপোর্টার
ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও দলীয় নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মোহাম্মদ (সঃ) ও উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাঃ) এর শানে অবমাননাকর কটুক্তির প্রতিবাদে অভয়নগর উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩জুন) সোমবার বিকালে নওয়াপাড়া শংকরপাশা হাইস্কুল গেট থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও দোয়ার মাধ্যমে শেষ হয়। অভয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে ও মুফতী ইসমাঈল হোসাইন রাহমানী- মুফতি হেলালুদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহ সভাপতি মাওলানা আবু তালহা, সহ সম্পাদক মাওলানা রজিবুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক সরোয়ার হোসাইন, সহ অর্থ সম্পাদক মুফতি রবিউল ইসলাম, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আব্দুল্লাহ মাছনাবী, দপ্তর সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমান, মাওলানা তৈয়েবুর রহমান, মাওলানাপ সামছুল হক, মুফতি আজিমুদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, যে বা যারা রাসুলের শানে কটুক্তি করে তাদের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড। অথচ রাসুলের শানে অবমাননার পরও এখনো তাদরকে গ্রেফতার করা হয়নি। অনতিবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি মৃত্যুুদন্ড দিতে হবে। এছাড়া সমাবেশ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় সংসদের চলতি অধিবেশনে নিন্দা প্রস্তাব উত্থাপন করার জোর দাবী জানানো হয়।
নওয়াপাড়ায় ইমাম পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
Comment using Facebook