নওয়াপাড়া প্রেসক্লাবকে দেওয়া অঙ্গীকার পূরণ করলেন, মেয়র শান্ত

0
282

স্টাফ রিপোর্টার

ঐতিহ্যবাহী নওয়াপাড়া প্রেসক্লাবের নামাজ ঘর সংষ্কারের জন্য নওয়াপাড়া পৌরসভার বরাদ্দ থেকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

অর্থ প্রদানের মধ্যদিয়ে নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত তাঁর অঙ্গীকার পূরণ করলেন। রবিবার দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্সের নিকট নামাজ ঘর সংষ্কারের জন্য নগদ ৪৮ হাজার টাকা হস্তান্তর করেন, পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত। প্রসঙ্গত, কয়েক মাস পূর্বে পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এদিন তিনি প্রেসক্লাবের নামাজ ঘর সংষ্কারের জন্য নগদ অর্থ বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

Comment using Facebook