আবুল কালাম আজাদ, ঝিকরগাছা
যশোরের ঝিকরগাছায় আউশ ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ধানের দাম ভালো থাকায় আউশ চাষে আগ্রহী হয়েছেন তারা। কেউ কেউ বীজতলা তৈরিতে ব্যস্ত আবার অনেকে ইতোমধ্যেই ধান রোপণ করেছেন। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বেনেয়ালি, উত্তর দেউলী ও গদখালী এলাকায় আউশ চাষে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জমি প্রস্তুত হচ্ছে অনেক জায়গায়। আবার অনেক স্থানে চারা রোপণ করা হয়েছে। বেনেয়ালী গ্রামের আমির হোসেন বলেন, ধানের দাম ভালো থাকায় আউশ চাষে এবার কৃষকদের আগ্রহ বেশি। আমি ইতোমধ্যে ধানের চারা রোপণ করেছি। উত্তর দেউলী গ্রামের সার-কীটনাশক ব্যবসায়ী হাসান আলী বলেন, বোরো চাষে লাভবান হওয়ায় অনেকেই আউশ ধান চাষ করছেন। আশা করি এবার আউশে কৃষক লাভবান হবে। কলাগাছি গ্রামের চাষি আশানুর রহমান বলেন, এক সময় ১০-১২ বিঘা আউশ করতাম। লাভ হতো না তাই এখন করি না। কৃষি বিভাগ থেকে আউশের প্রণোদনা পাইনি। পেলে এবার আউশ ধান লাগাতাম। ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, উপজেলায় ২৮০০ হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আউশ ধান চাষে উৎসাহ দিতে ১৭৮০ কৃষককে প্রণোদনার সার-বীজ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।