বিশ্বনবী (সাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফুলতলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

0
175

বিশেষ প্রতিনিধি, ফুলতলা

ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গতকাল রবিবার আসর বাদ ফুলতলা বাজার বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ফুলতলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি আ.ছ.ম অধ্যক্ষ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সহ-সভাপতি মুফতি নূর মোহাম্মদ রহমানী, সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আবুদল্লাহ আল মামুন, হাফেজ মাওঃ রফিকুল ইসলাম, মুফতি মাসুম বিল্লাহ রহমানী, মুফতি উবায়দুল্লাহ, মাওঃ নুরুদ্দীন, মুফতি মেসবাহ উদ্দিন প্রমুখ। ৫ সহ¯্রাধিক জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে দোয়ার মাধ্যমে প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষনা করা হয়।

Comment using Facebook