বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

0
440

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটে বিশ্ব কুষ্ঠ দিবস ২০২২ উপলক্ষে র‌্যালী,আলোচনা সভা ও লিফলেট,পোষ্টার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

কুষ্ট রোগীর সামাজিক মর্যাদায় ঐক্যবদ্ব আমরা সবাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সি এস এস এর আয়োজনে বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও সি,এস,এস এর প্রাজেক্ট অফিসার মো: খালেকুজ্জামান এর সঞ্চালনায় দিনের তাৎপর্য তুলে ধরে হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন,সি,এস,এস এর পরিচালক (স্বাস্থ্য) মো: সাজ্জাদুর রহিম পান্থ।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, সদর হাসপাতালের মেডিসিনের জুনি: কলসানটেন্ড ডা: এর সাইদ আহম্মেদ,চর্ম ও যৌন এর কলসানটেন্ড ডা:আবুল বাসার মো: সাদী,শিশু বিষয়ক কলসানটেন্ড ডা: খান শিহান মাহমুদ,আবাসিক মেডিকেল অফিসার ডা: শেখ আদনান হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি মোল্লা আব্দুর রব,সি এস এস এর,ফিল্ড ফ্যাসিলিটেটর মিসেস হোসনেয়ারা,প্রোগ্রাম অর্গনাইজার মো: নজরুল ইসলাম প্রমুখ।

Comment using Facebook