মহানবীকে কুটুক্তির প্রতিবাদে বাঘারপাড়ায় হেফাজতের বিক্ষোভ সমাবেশ

0
294

বাঘারপাড়া সংবাদদাতা

মহানবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কুটুক্তির প্রতিবাদে বাঘারপাড়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে উপজেলা সদরের চৌরস্তা মোড়ে আলোচনা সভা শেষে বাঘারপাড়ার গুরুত্বপূর্ন সড়কে মিছিল ঘুরে সভাস্থলে এসে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাঃ মাসুম বিল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনহাফেজ ইদ্রীস আলী, হাফেজ সালাউদ্দীন, মুফতি মাসুদুর রহমান, মাওঃ মুত্তাকী বিল্লাহ, মহিবুল্লাহ হাবিবি, মাওঃ কামরুজ্জামান,মাওঃ আব্দুর রশিদ, মুফতি আব্দুল জলিল, শরিফুল ইসলাম, মনিরুল ইসলাম, মাওঃ আনিছুর রহমান, আব্দুর রহিম, মুফতি সাইদুল ইসলাম, নাজমুস সাদাত, মাওঃ আবু তালহা, । অনুষ্ঠানে বক্তারা মহা নবীর দূশমন বিজেপির মুখপাত্র নুপুর শর্মার শাস্তি ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চলতি অধিবেশনে একটি নিন্দা প্রস্তাবের দাবি জানান।

Comment using Facebook