স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে দেশীয় চিকিৎসকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) শহরের জয়তী সোসাইটিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক নাজমুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন আয়ুবেদিক বিশেষজ্ঞ ডা. নুরুজ্জামান সরকার। আয়ুবেদিক মেডিসিনের কেন্দ্রীয় সভাপতি শিবব্রত রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি আব্দুল মতিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর খান, বিভাগীয় প্রধান আকরাম হোসেন, অধ্যক্ষ তপন কুমার বসু, বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান ও জেলা সভাপতি হাকীম মোহাম্মদ আবু তোহা।
কর্মশালায় বক্তারা বলেন, ‘তাবিজ-কবজের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা নেয়াসহ ঔষধ উৎপান ও মজুদ করলে জেল ও জরিমানা হবে। আইন মেনে সবাইকে সেবা দিতে হবে।’