যশোরে তিন লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

0
204

স্টাফ রিপোর্টার, যশোর

‘আগামী ১৫ জুন থেকে যশোরে জেলা ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। ১৯ জুন পর্যন্ত চলবে। এ বছর জেলায় তিন লাখের বেশি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তারমধ্যে থেকে ৮ থেকে ১১ মাস বয়সী শিশু রয়েছে ৩৭ হাজার ৩৯৪ জন। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৮৭ হাজার ৫২২ জন। ৮ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।’ শনিবার (১১ জুন) জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা থেকে সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য জানান।

তিনি আরো জানান, ‘ ৮টি স্থায়ী ও ২ হাজার ২৮০ টি অস্থায়ী কেন্দ্র থেকে জেলার সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা রাখা হবে। ৮ থেকে ৫৯ মাস বয়সী শিশুরা কেন্দ্রে এলে তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে জেলা ব্যাপী ৪ হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবক ৩৭২ জন স্বাস্থকর্মী কাজ করবেন।

এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল, মেডিকেল অফিসার ডা. অনুপ কান্তি দাস ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

Comment using Facebook