তাওহীদ আল উসামা
নওয়াপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আজ শনিবার আসর নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। নওয়াপাড়া রেলস্টেশন বাজার জামে মসজিদ থেকে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর থানা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিলে সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থাকার আহবান করা হয়েছে। উল্লেখ গত ২৭ মে ভারতের একটি টিভি চ্যানেলে বিতর্কে অংশ নিয়ে বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সঃ) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপি নেতা নুপুর শর্মা। এরপর থেকে নুপুর শর্মাকে গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ চলে আসছে। দল থেকেও বহিস্কার করা হয়েছে ধর্মান্ধ এই নেত্রীকে। অন্যদিকে সম্প্রতি এই কারণে বিজেপি নেতা হর হরসিত শ্রীবাস্তবকে গ্রেফতার করেছে ভারতের কান পুলিশ।
বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে নওয়াপাড়ায় বিক্ষোভ মিছিল আজ
Comment using Facebook