স্টাফ রিপোর্টার
দৈনিক নওয়াপাড়ার উপ-সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন খান হীরার পিতা সাবেক প্রখ্যাত শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলম খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা আলম খানের মৃত্যুর খবরে রাতেই উপজেলার তালতলা মাইলপোস্ট এলাকার বাড়িতে ছুটে যান দৈনিক নওয়াপাড়া ও নওয়াপাড়া প্রেসক্লাবের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারকে সমবেদনা জানান। আলাউদ্দীন খান হীরার পিতার মৃত্যু পরিবারের প্রতি দৈনিক নওয়াপাড়া পরিবার ও নওয়াপাড়া প্রেসক্লাব শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।