চৌগাছায় নিবন্ধনবিহীন ৬৩টি মোটর সাইকেল আটক

0
196

চৌগাছা সংবাদদাতা

যশোরের চৌগাছায় নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৬৩ টি মোটরসাইকেল জব্দ করেছেন ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যশোর ট্রাফিক এর টি এস আই মাসুম আহমেদের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করে চালকদের নামে মামলা দেয়া হয়।

টি এস আই মাসুম আহমেদ বলেন, নিবন্ধন ,ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অভিযোগ এসব মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। চৌগাছা থানার ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক এ এস আই শাহাবুদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাচঁটা পর্যন্ত মোট ৬৩টি মোটরসাইকেল থানা হেফাজতে দিয়েছে ট্রাফিক পুলিশ সদস্যরা।

Comment using Facebook