বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নবী প্রেমিক তৌহিদী জনতা। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে আসরের নামাজের পর বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মেহেরবা প্লাজার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সরকারের নিন্দা প্রস্তাব এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।
এ প্রতিবাদ মিছিল ও সমাবেশে আরো রাখেন,বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা খায়রুল আলম,বাগআঁচড়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও. হাবিবুর রহমান, মাওলানা আহসানউল্লাহ জিহাদি সহ অনেকে।