কেশবপুরে সড়ক দূর্ঘটনায় পথচারী বৃদ্ধের মৃত্যু

0
175

কেশবপুর সংবাদদাতা

কেশবপুরে সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ পথচারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করেছেন।

জানা গেছে, কেশবপুর পৌর শহরের মধ্যকুল এলাকার মৃত কফিল উদ্দীনের ছেলে আব্দুল মান্নান শেখ (৭০) বুধবার বিকেলে নিজ বাড়ী থেকে কেশবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ট্রাক টার্মিনাল পার হয়ে সামনে পৌছলে পিছন দিক থেকে একটি যাত্রী বোঝাই বাস (ঢাকা মেট্রোÑখ-১৪-০০-৭০) ধাক্কা দিলে আব্দুল মান্নান গুরুতর আহত হন।

এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ ঘাতক বাস ও তার ড্রাইভারকে আটক করেছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন বলেন, সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘাতক বাস ও বাসের ড্রাইভারকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকাবাসীরা জানান, ট্রাক টার্মিনালের পাশে যশোর- সাতক্ষীরা সড়কের উপর প্রায় প্রতিদিনই ট্রাক রেখে অর্ধেক রাস্তা দখল করে রাখা হয়। যার কারনে এরকম দূর্ঘটনা প্রায়ই ঘটে।

Comment using Facebook