ক্রীড়া ডেস্ক
বিশ্বজুড়ে বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের সংখ্যা। আগামী বছর জানুয়ারিতেই যেমন আরব আমিরাতে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি’।
একই সময়ে মাঠে গড়াবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। খসড়া সূচি আনুসারে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) কাছাকাছি সময়ে। সময়ের দিক থেকে কিছুটা সাংঘর্ষিক হলেও বিপিএল আগানো কিংবা পেছানোর ভাবনা নেই বিসিবির (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট একসঙ্গে মাঠে গড়ালে ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে। এসব শঙ্কা থাকলেও সূচি পরিবর্তনের ভাবনা নেই বিসিবির। খসড়া সূচি অনুযায়ী, ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার কথা আছে বিপিএলের নবম আসর।