কালিগঞ্জে চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

0
304

স্টাফ রিপোর্টার

কালিগঞ্জের কৃষ্ণনগরে আফজাল হোসেন ও আব্দুল মাজেদের বিরুদ্ধে চাদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় কৃষ্ণনগর বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি করা হয়। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মাস্টার রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম লিটু, মিয়ারাজ হোসেন, মাওলানা হাবিবুর রহমান, এস এম শহিদুল্লাহ শহীদ, মাওলানা আয়ুব হাসান, ইউপি সদস্য জাবেদ আলী, নুর হোসেন, আব্দুল গফফার, এলাকাবাসী আনিছুর রহমান ও সিরাজুল ইসলাম উপস্থিত থেকে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন।

এসময় এলাকাবাসীর মধ্যে মিয়ারাজ হোসেন বলেন, পেশাগত শিক্ষক মোঃ আফজাল হোসেন ও আব্দুল মাজেদ স্থানীয় সাংবাদিক রূপে চাঁদাবাজি করে। এদেরকে এখনই রুখতে হবে। এদের বিরুদ্ধে এলাকাবাসীকে সজাগ থাকার আহবান জানান তিনি।

Comment using Facebook