স্টাফ রিপোর্টার
শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়ার হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় ব্যঙ্গের ছাতার মত গজিয়ে উঠা অধিকাংশ অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিকে দায়সারা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান। অনিবন্ধিত ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধে সরকারী সময়সীমা শেষ হলেও অভয়নগরে বহাল তবিয়তে ক্লিনিক-ডায়াগনস্টিকের কার্যক্রম চলায় জনমনে নানা প্রশ্নের জন্ম দেয়। এরই প্রেক্ষিতে গত ০৮ই জুন সোমবার দৈনিক নওয়াপাড়ায় “অভয়নগরের ক্লিনিক-ডায়াগনস্টিক চলছে আগের মতই স্বাস্থ্য কর্মকর্তারা উদাসীন” শিরোনামে খবর প্রকাশিত হয়। জানা যায়, নওয়াপাড়ার মোট ১৩ টি ক্লিনিক ও ডায়গনস্টিকের ৮টিতে লোক দেখানো অভিযান পরিচালনা করা হয়। এরমধ্যে লাইফ কেয়ার, এবি ডায়াগনস্টিক, আঃ মুকিত বিশ্বাস ক্লিনিক, ল্যাভওয়েব ও পালস্ ডায়াগনস্টিক এ্যন্ড কনসালটেশন সেন্টারের কোন নিবন্ধন নাই বলে নিশ্চিত হওয়া যায়। শুধুমাত্র অনলাইন আবেদনরে উপর ভিত্তি করে চলছে রমরমা টেষ্ট বানিজ্য। অপরদিকে ফয়সাল ডায়াগনস্টিক, পুপুলার ডায়াগনস্টিক ও নওয়াপাড়া ডায়াগনস্টিকের নিবন্ধন থাকলেও নেই নবায়ন করা। তাই নিবন্ধিত ও অনিবন্ধিত সকল প্রতিষ্ঠানকে ৭দিনের মধ্যে নবায়ন ও নিবন্ধনের জন্য সময় বেঁধে দিয়ে তড়িঘড়ি করে অভিযান শেষ করে স্বাস্থ্য কর্মকর্তারা। একইদিন বিকালে বাকি ক্লিনিক ও ডায়াগনস্টিকে অভিযানে যাওয়ার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি বলে জানান, ডা. ওয়াহিদুজ্জামান। তিনি আরো বলেন, শুধুমাত্র নিবন্ধন নেই এমন ক্লিনিক-ডায়াগনস্টিক বন্ধে আপাতত অভিযান পরিচালনা করছি। এসময় উপস্থিত ছিলেন, এমওডিসি ডা. রাকিবুল ইসলাম ও স্যানিটারি ইনস্পেক্টর আঃ ওহাব।
Comment using Facebook