স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে ভোটার হালনাগাদ প্রক্রিয়া বিষয়য়ে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাচন অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমানের সাথে মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ- সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, দফতর সম্পাদক শাহিন আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সম্পাদক রবিউল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া টিভি এন্ড ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক জসিম উদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ডি আর আনিস, সদস্য সচিব মো. আশরাফুল আলম লিপু, সদস্য কামাল হোসেন প্রমুখ। এ সময় উপজেলার ভোটার তালিকা হালনাগাদ সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
তিনি জানান, আগামী ১০ জুন থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত মোট ৪৫ দিন এ ভোটার হালনাগাদ কার্যক্রম চলবে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে (১০-১৪) জুন , শুভরাড়া ইউনিয়নে (১৫-১৮) জুন, বাঘুটিয়া ইউনিয়নে ১৯-২১ জুন, শ্রীধরপুর ইউনিয়নে (২২-২৭) জুন, পায়রা ইউনিয়নে (২৮-৩০) জুন, চলিশিয়া ইউনিয়নে (১-৩ ) জুলাই, সুন্দলী ইউনিয়নে (৪-৫) জুলাই, প্রেমবাগ ইউনিয়নে (৬,৭,১২,১৩) জুলাই ইউনিয়ন পরিষদে ছবি ও রেজিস্ট্রেশন করা হবে। এবং নওয়াপাড়া পৌর এলাকার (১,২,৩) ওয়ার্ডে আহম্মদ আলী সরদার মাধ্যমিক বিদ্যালয়ে (১৪-১৭) জুলাই, (৭,৮,৯) ওয়ার্ডের জাফরপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে (১৮-২০) জুলাই, (৪,৫,৬) ওয়ার্ডের নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে (২১-২৬) জুলাই সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত ভোটার হালনাগাদের রেজিস্ট্রেশন ও ছবি তোলা হবে।
এছাড়া তিনি আরও জানান, অভয়নগর উপজেলার সকল ইউনিয়নের ও নওয়াপাড়া পৌর সভার বাদ পড়া ভোটারদের জন্য ২৭ থেকে ২৮ জুলাই দুইদিন নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রেজিস্ট্রেশনে ও ছবি তোলা হবে।