আমি মোঃ বিল্লাল মোল্যা (৬৫), পিতা দানেছ মোল্যা, গ্রাম কামকুল, শ্রীধরপুর, অভয়নগর, যশোর। আমার বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে খাদিজা গত ০৫-০৬-২২ রোববার বিকালে বসুন্দিয়া মোড় এলাকা থেকে হারিয়ে যায়।
অদ্যবধি আমার মেয়ে বাড়িতে ফিরে না আসায় আমি ও আমার পরিবারের সবাই বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ও সাম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও আমার প্রতিবন্ধী মেয়ের কোন সন্ধান পাইনি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নাম্বারে ০১৯৮৫৩২১৮০৭, ০১৯৮৫৫৩১৬০৪, ০১৭৬০৯৫২৯১২ যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।
আমার মেয়ের গায়ের রং কালো, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা আনুমানিক ৪ ফুট ২ ইঞ্চি, পরনে ছিল ছালোয়ার কামিজ সাথে একটি ব্যাগ। যশোর কোতয়ালী মডেল থানার ডায়েরী নম্বর ৩২৩।