দৌলতপুর সংবাদদাতা
মহানগরীর খুলনায় গতকাল সকালে বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে নগরীর হাদিস পার্ক হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বর্ণাঢ্য এই শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ শহিদুল ইসলাম।
পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনার পরিচালক (উপসচিব) এর নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, নগর আ’লীগের দপ্তর বিষয়ক সম্পাদক ও খুলনা প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ প্রমুখ। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এনডিসি মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার কেএমপি মোঃ মাসুদুর রহমান ভূঞা, লস্কার তাজুল ইসলাম কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা, এমডিএ বাবুল রানা মহানগর আ’লীগের সাঃ সম্পাদক, ৭১’টিভি খুলনা বিভাগীয় প্রধান রকিব উদ্দিন পান্নু। এ সময় স্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনার পরিচালক (উপসচিব) মোঃ ইকবাল হোস