স্টাফ রিপোর্টার
অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে আল মামুন মল্লিক (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। গতকাল রবিবার (৫ জুন) দুপুরে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আফিল গেট ঘেয়াঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার কাজ শুরু করেছে। নিখোঁজ আল মামুন মল্লিক সিদ্ধিপাশা গ্রামের মোজাফ্ফার মল্লিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী নৌকা মাঝি সজীব হাওলাদার জানান, দুপুরে তিন যুবক তাঁর নৌকায় উঠে নদীর মাঝে এক সঙ্গে গোসল করতে ঝাপ দেয়। এসময় দুই যুবক সাঁতরে নদীর তীরে পৌঁছালেও অপর এক যুবক নদীতে ডুবে যায়। পরে কয়েকটি নৌকা নিয়ে ডুবে যাওয়া যুবকের সন্ধানে এলাকাবাসী উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। স্থানীয় ইউপি সদস্য শেখ তরিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে সিদ্ধিপাশা গ্রামের মিজানুর বিশ্বাসের ছেলে জুয়েল বিশ্বাস (২০), একই গ্রামের ইয়াছিন মোড়লের ছেলে বোরহান মোড়ল (১৯) ও তাদের বন্ধু আল মামুন মল্লিক এক সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায়। তরা এক সঙ্গে নদীতে ঝাপ দিলে আল মামুন নিখোঁজ হয়।
খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্য হুমায়ন আহম্মেদ জানান, ৬ সদস্যের একটি ডুবুরীদল উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।