নিওকভ যতটা বিপজ্জনক হতে পারে

0
349

আন্তর্জাতিক ডেস্ক

হঠাৎ করে নিওকভ নামের একটি ভাইরাসকে করোনার নতুন ভ্যারিয়েন্ট বলে দাবি করা হচ্ছে।

এ নিয়ে রীতিমতো ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

চীনের কয়েক জন বিজ্ঞানী দাবি করেছেন, করোনার নতুন এই রূপটি ভয়ানক বিপদে ফেলতে পারে মানুষকে।

আক্রান্তদের মধ্যে প্রতি তিন জনের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে এই সংক্রমণের ফলে। কিন্তু আদৌ কি এটি ভয়ের কিছু? বিশেষজ্ঞরা জানিয়েছেন, নিওকভ নতুন কোনও ভাইরাস নয়।

Comment using Facebook