স্টাফ রিপোর্টার
নওয়াপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে স্মার্টফোন খুয়িছেন একাধিক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে গত 4 june বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠের সম্মেলনে। নামিদামী ব্রান্ডের ফোনগুলি পকেট থেকে কৌশলে হাতিয়ে নিয়েছে চোর। এব্যাপারে ভুক্তভোগী একাধিক ব্যক্তি অভয়নগর থানায় জিডি করেছেন জিডি নং ১৮৯ ও ১৯০।
জানা যায়, আমডাঙ্গা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে এসএম নজরুল ইসলামের টেকনো এসপি-৬, রাজঘাটের আঃ রহমান মোল্যার ছেলে ইসমাঈল মোল্যার ভিভো, শংকরপাশা গ্রামের পচু শেখের ছেলে শেখ আসাদুজ্জামানের একটি ফোন এবং স্বরখোলা গ্রামের মোকছেদ আলির ছেলে রাশেদুল হক রাশুর ওপ্পো রেনো ৬ মোবাইল খোয়া যায়। এছাড়াও আরো ২ জনের ফোন একইভাবে খোয়া যায় বলে জানা গেছে। তারা জানান, অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে এসেছিলাম, ভিড়ের মধ্যে পকেট থেকে কখন ফোন চুরি হয়েছে টেরই পায়নি।
ফোন ফিরে পেতে অভয়নগর থানায় সবাই সাধারণ ডায়েরি করেছি। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ কেএম শামিম হাসান জানান, কেউ যদি মোবাইল মিসিং এর জিডি করে তবে আমরা সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে তা উদ্ধার করে দিয়ে থাকি।