স্টাফ রিপোর্টার
অভয়নগরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান। বিশেষ অতিথি নওয়াপাড়া পোর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়াল, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পোর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম মোল্লা, থানা বিএনপির যুগ্ম আহবায়ক নওয়াব আলী সরদার, আঃ মজিদ বিশ্বাস, বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়বুর রহমান, পোর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান জনি, থানা বিএনপির সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, সাইফুল ইসলাম। যশোর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা হাবিবুর রহমান হাবিব, সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন রাহাত, পৌর যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দীন মিঠু, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফ, যশোর জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা তুহিন প্রমুখ। দােয়া পরিচালনা করেন ছাত্রনেতা রফসান শেখ।