স্টাফ রিপোর্টার, খুলনা
মহাসড়কে তিন চাকার যানবহন বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতি ও বাস-মিনিবাস কোচ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের সঙ্গে মালিক সমিতির সভায় মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্ত নেয়া হয়। খুলনা জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকাল থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলাম। এ তথ্য জানতে পেরে জেলা প্রসাশক আমাদের ডেকেছেন। সভায় তিনি আমাদের সব দাবি মেনে নিয়েছেন। তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।
মহাসড়কে নছিমন, করিমন, ইজিবাইক, মাহেন্দ্রাসহ সব অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে মঙ্গলবার খুলনায় ধর্মঘট ডেকেছিল জেলার পরিবহন সংগঠন দুটি। শ্রমিক নেতাদের ভাষ্য, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খুলনাঞ্চলের মহাসড়কগুলোতে চলাচল করছে তিন চাকার যানবহন। এতে একদিকে বেড়েছে সড়ক দুর্ঘটনা, অন্যদিকে যাত্রী কমেছে বাসে। ফলে বিপাকে পড়তে হয় তাদের।