নড়াইলে আধিপত্য নিয়ে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা

0
171

নড়াইল সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম শেখ(৫৫) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী দুর্বৃত্তরা। তার বাড়ি তেলকড়া গ্রামে। সোমবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে। নিজাম শেখ তেলকাড়া গ্রামের পেতা শেখের ছেলে এবং বড়দিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তার পা সহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার লিয়াকত হোসেন এবং সৌদি মিজানের মধ্যে বিরোধ চলে আসছিলো। সোমবার রাতে তেলকাড়ার মুজিবরের দোকান থেকে চা পান করে বাড়ি ফেরার পথে নিজাম শেখকে কুপিয়ে হত্যা করে। নিজাম শেখ’র পরবিারের লোকজন জানায়, সৌদি মিজানের লোকজন প্রতিপক্ষ লিয়াকত গ্রুপের সমর্থক নিজাম শেখকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comment using Facebook