অভয়নগরে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত

0
149

স্টাফ রিপোর্টার

অভয়নগরে যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছচাষ বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় তিনদিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫০জন প্রশিক্ষণার্থীকে কৈ, শিং, পাবদা, টেংরা ও চিংড়ি মাছচাষ ও মৎস্য আইন বিষয়ে শিক্ষাপ্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) ফিরোজ কবীর ও মাঠ সহকারী রাসেল শেখসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ প্রদানের জন্য নওয়াপাড়া পৌরসভার আমডাঙ্গা গ্রামে অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের যান্ত্রিকীকরণ মৎস্য ঘের ও প্রকল্প পরিদর্শন করানো হয়।

Comment using Facebook