রামপালে নদীতে পড়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

0
151

বাগেরহাট সংবাদদাতা

রামপালে নদীতে পড়ে নিখোজ দুই শিশুর মরদেহ ১২ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয় ইউপি সদস্য ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে গত ২৯ মে রোববার সন্ধ্যা ৬ টায় ফয়লাহাট আবাসন প্রকল্পের ৪ নং দিঘির পাড়ের বাসিন্দা ওমর শেখের পুত্র আহাদ(৮)ও বিল্লাল হোসেনের কন্যা জান্নাত খাতুন (৫) দাউদখালি নদীতে পড়ে নিখোজ হয়। খবর পেয়ে ওই দিন রাত ৮টায় মোংলা কোস্টগার্ড ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে এসে তাদের সন্ধানে দাউদখালি নদীতে উদ্ধার অভিযানে নামেন। সোমবার সন্ধ্যা ৬টায় তারা দাউদখালি নদীর সিকি নাম স্থানে একটি বেহেন্দি জালে আটকে থাকা নিখোজ আহাদের মরদেহ উদ্ধার করেন।

এদিকে গত সোমবার কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস দ্বিতীয় দিনে মতো উদ্ধার অভিযান চালিয়ে মধ্যে রাতে নদীর কালেতলা নাম স্থান থেকে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ফিরে পেয়ে তাদের স্বজনরা কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের প্রতি কৃতঞ্জতা জানিয়েছেন।

শিশু আহাদ ও জান্নাতের মরদেহ উদ্ধার করে আবাসনে ফিরিয়ে আনার পর তাদের স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠে। গত সোমবার রাতেই জানাজার নামাজ শেষে তাদেরকে আবাসনের কবর স্থানে দাফন করা হয়েছে।

Comment using Facebook