নওয়াপাড়া ডেস্ক
রাজধানীর মিরপুর ১১ নম্বরে নির্মাণাধীন মেট্রোরেলের লাইনের ব্লকের ইট পড়ে মাহবুবুর তালুকদার (৪৯) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম। তিনি বলেন, মিরপুরে মেট্রোরেলের ২০৩ নম্বর পিলার সংলগ্ন মেট্রোরেলের উপরের দেওয়াল ভেঙে ব্লকের ইট নিচে পড়ে মাহবুবুর তালুকদারের মৃত্যু হয়েছে।