শার্শায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন, শেখ আফিল উদ্দিন

0
199

যশোর অফিস

শার্শার নাভারণে মহিলা আলিম মাদ্রাসার নতুন ভবন, রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেছেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন। সোমবার সকাল ১০ টায় শার্শার নাভারণে মহিলা আলিম মাদ্রাসার নতুন ভবন, সকাল ১১টায় নাভারণ রেলবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও দুপুর ১২টায় বুরুজ বাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান ।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বুরুজবাগান বাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আলহাজ আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ সালেহ আহমেদ মিন্ট, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন, শার্শা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন তোতা, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Comment using Facebook