স্টাফ রিপোর্টার
অভয়নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে নওয়াপাড়া বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তলনের মাধ্যমে দিনের কর্মসুচি শুরু হয়। সকাল সাড়ে ১০ টায় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচি ও বেলা ১২টায় জাতীয়তাবাদী যুবদল অভয়নগর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অভয়নগর থানা বিএনপির আহবায়ক ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির আহবায়ক আবু নঈম মোড়ল, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রেজাউল করিম মোল্যা, থানা বিএনপির যুগ্ম আহবায়ক নওয়াব আলী সরদার, সদস্য গাজী নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান জনি, শেখ আসাদুল্লাহ আসাদ। যশোর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কামাল হোসেন খাঁন, অভয়নগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ সাথী, ইকবাল হোসেন, রবিউল ইসলাম। অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোল্যা হাবিবুর রহমান হাবিব প্রমুখ। অপরদিকে নওয়াপাড়া ইনষ্টিটিউট অডিটোরিয়ামে পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার টিএস আইযূব। বিশেষ অতিথি অভয়নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, এফ এম আলাউদ্দিন, এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মাহমুদুর রহমান লিপু, বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্নু প্রমুখ।