কেশবপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

0
192

কেশবপুর সংবাদদাতা

কেশবপুরে মেয়ের বাড়ি পাঠানোর জন্য নিজ গাছের পাকা আম পাড়তে গাছে উঠে নিচে পড়ে বৃদ্ধ ইদ্রিস আলির (৬৮) মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার মাগুরখালী গ্রামে। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলী গাজীর ছেলে। মাগুরখালী বাজার কমিটির সভাপতি ও বড়েঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠের শিক্ষক মোস্তফা কামাল লিটন বলেন, উপজেলার মাগুরখালী গ্রামের মৃত ইউসুফ আলী গাজীর ছেলে ইদ্রিস আলী গাজী সোমবার সকালে মেয়েদের বাড়ি পাঠানোর জন্য নিজ গাছে পাকা গোপালভোগ আম পাড়তে গাছে উঠেন। অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়। আম পাড়তে গাছে উঠে পড়ে মারা যাওয়ায় ওই বৃদ্ধ তাঁর শেষ ইচ্ছা পুরণ করতে পারলেন না। গাছে থেকে পড়ে ওই বৃদ্ধের মৃৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Comment using Facebook