কেশবপুরে ছাত্রলীগ নেতা অপহরণের অভিযোগে পৌর কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

0
150

কেশবপুর (যশোর) সংবাদদাতা

কেশবপুরে ছাত্রলীগ নেতা অপহরণের অভিযোগে কেশবপুর পৌরসভার এক কাউন্সিলরসহ ৫ জনের নামে মামলা হয়েছে। পৌরসভার সাবদিয়া এলাকার পৌর ছাত্রলীগ নেতা সবুজ হোসেন নীরব বাদি হয়ে কেশবপুর থানায় মামলাটি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার সাবদিয়া এলাকার নাসির সরদারের ছেলে সবুজ হোসেন নীরব শহরের থানা মোড়ে নিউ সোনালী ইলেকট্রনিক্স নামের দোকানঘর করে ব্যবসা বাণিজ্য করছে। পূর্ব শত্রুতার জেরে গত ১৭ মে রাত ১১টায় সে দোকানঘর বন্ধ করে তার সঙ্গি বিল্লাল হোসেন ও ইলেকট্রনিক্স মিস্ত্রী তুহিনকে সাথে নিয়ে ব্যবসায়ীক প্রয়োজনে উপজেলার বেগমপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে পথিমধ্যে মূলগ্রাম রফিকের মোড়ে পৌঁছলে পৌরসভার কাউন্সিলর কবির হোসেনের নের্তৃত্বে ৮/১০ জন যুবক তাদের পথ রোধ করে এলোপাতাড়িভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে। এসময় সন্ত্রাসীরা সবুজ হোসেন নীরবকে অপহরণ করে যশোর ঘোপ এলাকার অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন চালায়। ভোর রাতে চাচড়া ফাড়ি পুলিশ তাকে উদ্ধার করে কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় গত ২০ মে সবুজ হোসেন নীরব বাদি হয়ে ওয়ার্ড কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করে। যার নং- ১২।

Comment using Facebook