নওয়াপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ইন্তেকাল: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

0
199

স্টাফ রিপোর্টার

নওয়াপাড়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী….রাজিউন)। গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন হয়। গতকাল শুক্রবার সকালে নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকপাড়া এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীঘদিন হার্টের রোগে ভূগছিলেন। নওয়াপাড়া বাজারের সুপারীপট্টি এলাকার রংতুলী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী স¤্রাট হোসেন বাবু’র শ্বশুর। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অস্যংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার আসর নামাজ শেষে নওয়াপাড়া পৌরসভার কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীনের নের্তৃত্বে অভয়নগর থানা পুলিশের একটি টিম বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে নওয়াপাড়া পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

Comment using Facebook