মাগুরা সংবাদদাতা
বিএনপির জাতীয় ঐক্যের ডাক জনগণের সঙ্গে নতুন তামাশা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৪ মে) সকালে ৭ বছর পর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, যারা নিজ দলের চেয়ারপারসনের মুক্তির জন্য দেখার মত একটা মিছিল পর্যন্ত করেতে পারেনি, তাদের মুখে সরকার পতনের আন্দোলনের কথা মানায় না।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আগে নিজ দলে ঐক্য ফিরেয়ে আনুন। ওবায়দুল কাদের বলেন, বিরোধীদল শেখ হাসিনার অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার সংকটে পড়েছে। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার দায়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে ভাসতে ভাসতে এখন শ্রীলঙ্কা দ্বীপে পৌঁছেছে।
মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে ঐতিহাসিক নোমানি ময়দানে আয়োজিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ, আবদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিকেলে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে পরবর্তী অধিবেশনে কমিটির নাম ঘোষনা করা হবে।