যশোর অফিস
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দ্রুতগামী মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে মটর সাইকেল আরোহী রবিউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, মটর সাইকেল আরোহী, রবিউল ইসলাম ঝিকরগাছার ছুটিপুর বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার পথে মাগুরা ও ছুটিপুর এর মাঝামাঝি স্থানে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে পড়ে গিয়ে তার মাথায় আঘাত পায়। এতে করে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃতদেহটি হাসপাতাল মর্গে রয়েছে।