ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

0
187

সাতক্ষীরা সংবাদদাতা

সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যানচালকের নির্মম মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকালে জেলার পাটকেলঘাটা থানার গরুহাটা রোডে হেলালের মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম আবু তাহের (১৮)। তিনি চৌগাছা গ্রামের নাসির উদ্দীনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ভ্যানচালক আবু তাহের ঘটনাস্থলে তার ইঞ্জিনভ্যানে মালামাল তুলছিলেন।

এ সময় পেছন দিক থেকে মালবাহী ট্রাক তার শরীরের ওপর দিয়ে গেলে তিনি পিষ্ট হন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাস্থল থেকে হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।

Comment using Facebook