স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা গত শুক্রবার নওয়াপাড়া ইন্সটিটিউট এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা সভাপতি মো. এনামুল কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালব্ এর সাধারণ সম্পাদক মো. আরিফ মিয়া।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা নাসরিন সুলতানা, কালব্ এর গ অঞ্চলের ডিরেক্টর মো. আরিফ হাসান, কালব্ এর জেলা প্রোগ্রাম অফিসার মো. আনিছুর রহমান।
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্রেডিট ইউনিয়নের উপজেলা সাধারণ সম্পাদক মো. মারুফ মোস্তফা। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি বীরেন্দ্রনাথ বিশ^াস, প্রধান শিক্ষক শরীফ মোহাম্মদ ইয়াহিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।