ঝিকরগাছায় বাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

0
166

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার রাতে ছুটিপুর মহাতাব মার্কেটের সামনে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে মারা যান তিনি।

নিহত রবিউল ইসলাম (৬৫) ওরফে লবা মাগুরা ইউনিয়নের ফুলতলা গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ফন্টু জানান, রবিউল ইসলাম ছুটিপুর বাজার থেকে ওষুধ নিয়ে বাইসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। ছুটিপুর মহাতাব মার্কেটের সামনে আসতেই ট্রাক্টরচালক পাশাপোল ইউনিয়নের পলুয়া গুচ্ছপাড়া গ্রামের আবুল বাশারের (২২) মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সদর হাসপাতালে রয়েছে এবং কোনো মামলা হয়নি।

এ ব্যাপারে সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

Comment using Facebook