মণিরামপুর সংবাদদাতা
মণিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টার সময় প্রেসক্লাবের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম ফারুক আলম-এর সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ বাবুল আকতার, উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি মাহামুদুল হাসান রকি, সাধারন সম্পাদক রমেশ দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের ৫ সদস্যর নবগঠিত কমিটির সহ-সভাপতি মাহাবুবুর রহমান, যুগ্ম-সম্পাদক বাপ্পী হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান অভিসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে ছাত্রলীগের নেতৃবৃন্দ মনিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।