আন্তর্জাতিক ডেস্ক
তীব্র দাবদাহে পুড়ছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চল। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াস হওয়ার পূর্বাভাস আবহাওয়াবিদদের।
গাছের নিচে শুয়ে-বসেও যেন স্বস্তি নেই। তীব্র দাবদাহে পুড়ছে ভারতের পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা। একটু শীতল হওয়ার আশায় সুযোগ পেলেই ঠান্ডা পানীর সন্ধানে ভিড় করছেন দোকানে।
ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। ভারতের ওড়িশা রাজ্যের বিভিন্ন জেলা যেমন শোনপুর, বালাঙ্গির, কালাহান্দিতে ভয়াবহ অবস্থা। একে গরম তারপর লোডশেডিং। গরমে বিপর্যস্ত সেখানকার জনজীবন।