নওয়াপাড়া ডেস্ক
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আওয়ামী লীগ প্রকৃতপক্ষে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তারা রাজনীতির বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেজন্য আজকে শেরে বাংলা এ কে ফজলুল হক আমাদের কাছে আরও বেশি প্রাসঙ্গিক। বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘আজকের প্রেক্ষাপটে শেরে বাংলার প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।