আত্মহত্যা করলেন মার্কিন সুন্দরী

0
260

বিনোদন ডেস্ক

বয়স হয়েছিল মোটে ৩০। ২০১৯ সালেই মিস ইউএসএ হয়েছিলেন, ছিলেন আইনজীবিও। দুই বিশ্ববিদ্যালয় থেকে আইন ও এমবিএ ডিগ্রী আছে।

দুই মার্কিন রাজ্যে আইনজীবী হিসেবে কাজের সনদ থাকা তরুণীটি কাজ করছিলেন মার্কিন আইন সংস্কার নিয়েও। এত প্রতিভার ফুল ঝরে গেল মুকুলেই। গত রোববার সকালে আত্মহত্যা করেন সাবেক মিস ইউএসএ চেলসি ক্রিস্ট। পুলিশ জানিয়েছে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ৬০ তলা ভবন থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মঘাতী হয়েছেন তিনি। তাঁর পরিবার এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখ ও ভাঙা হূদয় নিয়ে সবাইকে বলছি, আমাদের সবার ভালোবাসার চেলসি চলে গেছে। যে কিনা তাঁর সৌন্দর্য ও শক্তি দিয়ে সারা দুনিয়ার অনেকের জন্য প্রেরণা ছিলো।

চেলসি কেন আত্মহত্যা করলেন সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে রোববার সকালে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্টে তিনি নিজেই আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন।

চেলসি কিছুদিন আগে বিনোদন বিষয়ক চ্যানেল ‘এক্সট্রা টিভি’র প্রতিনিধি হিসেবে যোগ দেন। চ্যানেলটি এক বিবৃতিতে বলে, ‘চেলসি কেবল আমাদের শোর গুরুত্বপূর্ণ অধ্যায়ই ছিলো না সে আমাদের পরিবারের ভালোবাসার মানুষ ছিলো। আমারদের সব কর্মীর পক্ষ থেকে তাঁর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা।

Comment using Facebook