নওয়াপাড়া ডেস্ক
রংপুরে তা-ব চালিয়েছে কালবৈশাখী। এতে আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও ঘরবাড়ির ক্ষতির হয়েছে।
ঝড়ে উড়ে গেছে বিভিন্ন ধরনের স্থাপনা।
বৃষ্টির পানির চেয়ে শিলার তোপে মাটিতে নুয়ে পড়েছে সবুজ ক্ষেত। গত মঙ্গলবার রাত ৯টার পর থেকে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে জেলার বিভিন্ন উপজেলায়। রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানায়, বৃষ্টির পরিমাণ কম হলেও বাতাসের বেগ বেশি ছিল। কোথাও কোথাও ভারি বজ্রপাতও হয়েছে।