শার্শা সংবাদদাতা
যশোরের শার্শায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার ভোর রাতে শার্শা থানার সাতমাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, শার্শা থানার গোগা পূর্বপাড়ার ইয়ার আলী মোল্লার ছেলে আক্কাছ আলী (৩০) ও একই এলাকার রফিকুল মোল্লার ছেলে আলামিন মোল্লা (৩০)।
ডিবি পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবর, ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার সাতমাইল টু গোগা গামী সড়কের ইউনাইটেড আদর্শ কলেজ মাঠের সামনে থেকে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়।