মহেশপুরে দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার দিলেন চঞ্চল

0
174

স্টাফ রিপোর্টার, মহেশপুর

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি-সম্পাদকদের সাথে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চলের এক মতবিনিময় সভা গতকাল বুধবার দুপুরে মহেশপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি-সম্পাদকদের ঈদ উপহারও দিয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল। উপজেলা আ’লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আ’লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, আ’লীগ নেতা আতাউর রহমান, ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, আবুল কাশেম মাষ্টার, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

Comment using Facebook