স্টাফ রিপোর্টার
অভয়নগরে আবু কাজেম ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, আবু কাজেম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাইমুল হাসান জনি, পরিচালক মিনহাজুল আবেদিন সেলিম, নওয়াপাড়া ইনস্টিটিউটের সাংস্কৃতিক সম্পাদক জিএম মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ। ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।