নড়াইল সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় করফা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১ হাজার অসহায়, দুস্থ্য,ও এতিমদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে ৫৫ পদাতিক ডিভিশনের ব্যাবস্থাপনায় ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ১ হাজার এতিম, দুস্থ্য ও অসহায়দের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষে এ ঈদ উপহার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্ণেল নাজমুন নাহার, মেজর শিবলীসহ যশোর সেনানিবাসের একটি সেনাদল অত্মহত্যা দক্ষতা সুনিপুণ ভাবে এ ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহিদুর রহমান শাহিদ, লোহাগড়া আ’লীগ নেতা ও সাবেক উপজেলা দপ্তর সম্পাদক মোঃ হেলাল মিয়া, ইউপি সদস্য হিসাম উদ্দিন প্রমুখ।