কবর উঁচু করা প্রসঙ্গ

0
151

ধর্ম ও জীবন

নবী করীম সাল্লল্লহু আলাইহি ওয়াসাল¬ম কবরের উপর ঘর বানাতে নিষেধ করেছেন, কবর পাকা করতে নিষেধ করেছেন, তার উপর কোন কিছু লিখতে নিষেধ: করেছেন। তিনি আলী (রা:) কে নির্দেশ দিয়ে বলেছেন : “কোন উঁচু কবর ছাড়বে না, সব সমান করে দেবে।” অর্থাৎ কোন কবর অন্যটার চেয়ে উঁচু থাকবে না।

কেননা উঁচু কবর মানুষের নজর কারে, অজ্ঞ লোকেরা এ কবর দেখে মনে করবে এটা কোন অলীর কবর। তার উপর মসজিদ নির্মাণ করবে বা তার কাছে সালাত আদায় করবে। আর এ সকল কাজ সম্পর্কে হাদীসে নিষেধ এসেছে। তবে অর্ধ হাত পরিমাণ কবর উচ্চ করা জায়েয আছে যেন কবরটা চেনা যায়, কেহ তার উপর না বসে বা পদ দলিত না করে।

Comment using Facebook