তেরখাদা সংবাদদাতা
গতকাল সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে ঈদুল ফিতর উপলক্ষ্যে সারা দেশের ন্যায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহারের অংশ বিশেষ তেরখাদায় ৬৫টি ভূমিহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমি ও একটি ঘর এর দলিল হস্থান্তর করেন, মাননীয় বিভাগীয় কমিশনার খুলনা মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পুলক কুমার মন্ডল, তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজ্জাদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শারাফাৎ হোসেন মুক্তি ও নাজমা আইয়ুব প্রমুখ।